ছিঁড়ে ফেলো পুরোনো ক্লান্তি থেকে-
মেহেফিল রঙ এবং বক্ররেখার জ্যামিতিখাত
ব্যথার মোড়ক খুলে হেঁটে যায় যে সরীসৃপ
তাকেও মিড়ে ও গমকে শুইয়ে রাখো মেঘের ভিতর।
ধানফুল গন্ধ থেকে এঁকে দিই সূর্য চিহ্নের বিহার
তালবন তাকিয়ে থাকে কর্কটকান্তি থেকে সরে গিয়ে
কলেজ ছাত্রী খুঁজে হ্রেসাদের চিঁহির ইতিহাস
পেকে ওঠে কফি শপের ধোঁয়া একান্ত চর্চায়।
তুমি হাঁটো সবুজের দিকে ধুইয়ে দিয়ে মাঠের স্তন
লাঙলের বোঁটা ওঠে আসে রাত্রির বিছানায়
চষে ফেলো জমিন, তানপুরা ছিঁড়ে পড়ে কান্নায়
হেলে পড়ে চাঁদের ইয়ার্কি ঠোঁটের ধারাপাতে।
এর- পরেও যদি ক্লান্তি আসে খুঁজে নাও আইফেল টাওয়ার
বিছিয়ে দাও উত্তাল সমুদ্রটির শরীরের উপর
আমিও এই পথ দিয়ে হেঁটে যাই গভীর অরণ্য খোঁজে
সুইসাইড স্পট থেকে একটু দূরে সম্রাজ্ঞীর গন্ধে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন