আলপথে এসে পড়ে অন্য গ্রহের ঘুড়ি
এই গ্রহে তখনও চলে নি আমির খানের পিকে
ফিকে হয়ে আসা অসমান আশমানে
পথের পাঁচালী ম্যাজিক মল্লারে উঠে পড়ে
দুর্গার কপালের টিপের মতো চাঁদ
অপুর মাথায় রাংতা হয়ে জ্বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন