কিছু পাহাড় আছে আর আছে কিছু বন,বাবার মতোন
কিছু জঙ্গল আছে তার পাশেই ছোট জলকোণ
আমাদের নদী আছে সহস্র ধারায়, মায়ের মতোন
আর আছে চাঁদ, সূর্য তারায় অনন্ত পর্যটন
সুজলা-সুফলা জমি, পশু-পাখি-পতঙ্গকুলের গানে
এ পৃথিবী অবিনশ্বর থাকুক জন্মে, জন্মান্তরের প্রাণে
ভালো লাগল
উত্তরমুছুন