আকালের সন্ধানে যে গ্রাম
( উৎসর্গ : মৃণাল সেন)
দৃশ্যদৃশ্যান্তর অন্নদানগর সবরকম জৈবঘটিত ফলাফল এখন বন্ধ|
বিস্তৃত কেউ দাঁড়িয়ে| কয়েকজন অপরিচিত| তবু তো শুরু হবে আলোড়িত জলের আকস্মিক ছায়ায় নিরুদ্দেশ সংবাদ| কয়েকজন
বললেনও, এখানেই শুরু হয়েছিল মৃণাল সেনের "আকালের সন্ধানে" সিনেমার শুটিং | স্মিতা পাটিলের করতলভরা পলাশ তারই তো দেওয়া| ভিড়ের ভেতর থেকে বলতে বলতে ছেলের পাওয়া সবুজসাথী সাইকেল থেকে নেমে যে এলো তাকে দেখে চমকে গেলাম | এই চারদেয়ালে বানভাসিদের একজন | প্রাচী কারুশিল্পের কিশোরীলাল |
চেনামুখ, ছুপারুস্তম!
মাটির ওপর গুটিকয় রংতুলি | শূন্য সিঁড়ির জানলা দিয়ে সারিসারি কাঁচে টুকরো আলো | একটা অফলন্ত ভাবনার ফোঁটায় চলেছি | নিশি ফুরনোর আগে কত পাখি ক্লাস পেরোয় আলো কমে কমে | চাঞ্চল্যজনিত নরম নখের গন্ধ, রুমালে সুমুদ্রিত ঘৃণা কার এবং কেন? সেই প্রশ্ন, খুব সামান্য সজল গণছবির ছায়াকলরোলে | কত কিছুরই তো বদল ঘটেছে | বাচাল বাড়ি, ধানখেত, হুকে - আঁটা জামার দেহ নেই | বলতে বলতে লোকটার চোখে পড়ে ঘরময় লোহার জন্তুরা আদুল শ্যাওলাময় | কাঠের ভেতর থমকে আছেন মৃণাল | ট্রপিক্যাল জল নামছে কাঠের জানলা বেয়ে ۔۔۔۔
সুবর্ণগোলক
ফুল যেতে পারে স্ফুটিত | আলোমতো যোগিয়াশুদ্ধ যেতে পারে , হারায়নি বাগিচা কিছুই | তার তাকে কুড়িয়ে বুঝে নেবে কে কার সমূহ
যে সংকেত বিসর্জিত ,
ঘুণজুড়ে আদলে গড়া আরও লাগে
বাদলে , অবসৈকতে
তারপর ঢের থেকে খোলা
নারকেল পর্যন্ত বাগানে শোঁ শোঁ করছে
হাওয়া আঁকা চল - সমীর
কারা যেন রক্ত গড়ালেও প্রশ্ন করে নি ,
দেবতার থানে সন্তর্পনে বেঁধে দিয়ে আসে ঢিল ,
নিরালা ক্ষীরনহর
কতকষ্টে কালাচাঁদ বাঁশি ছেড়ে বন্দুক কিনেছে
টোটা এক ডজন
সেভেন পয়েন্ট ক্রসিং
মরীচিকার লয় মেখে তোমাকে আঙুলের নিষিদ্ধ কাঁটাতার , মৃত্যুর কাছাকাছি এসে প্রতিবার রক্তের ফোঁটাফোঁটা শিশির মাখিয়েছে কেবল | অলীক হিমখাদে সহস্র খন্ডে ছড়িয়ে এই
প্রতিহাওয়ায় পেঁজা পেঁজা তুলো তুলো মেঘ ঊষা অরুণার দ্বিগ্বিদিকে ছড়িয়ে পড়ে |
তুমি কি বৃষ্টির রংতুলিতে নৈঃশব্দের ভেদরেখায় নিজেকে লুকোতে চাও ? অমানুষ উপাখ্যানে ভারী হচ্ছে আরশিনগর !
বহু ব্যবহারে ডোমউল্লাস ভাঙছে আগুনের ঘুম | রক্তাক্ত ক্ষুধার্ত প্রহেলিকা আর একটি রাত্রিতরু |
বর্ণমোহরের আলো নিভিয়ে শীলাভট্টারিকা বহুকাল যেন বা ঘুমোচ্ছে | হয়তো বিন্দুর মতো কিছুটা নিষ্প্রভ অব্যবহৃত ছায়ার মানুষ | ছায়ার বরতনুখানি শত চিৎকারে উজার করে দিয়েছে
অন্ধমানুষের পদঘুঙরু ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন