মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

শিশির আজম-এর কবিতা

শিশু যা পারে

ভেবে দেখেছি শিশুদের প্রতি অতো কনশাসনেস না দেখানোই ভাল
তুমিও তো শিশু ছিলে
আর বয়স বাড়তে বাড়তে আর রামপ্রসাদ আর শহীদ বেদিতে ফুল
আর মাছি মারা কেরানির ছেলে এখন মন্ত্রী হ্যা কত বড় হয়ে গেছ তুমি
কত বড়
পাঁচালী পড়া থামিয়ে এখন এই প্রশ্ন তো আমি করতেই পারি
অথচ দেখ কোন শিশুই নিজেকে নিয়ে ভয় পায় না
নিজের একটা চাঁদ বা একটা আগ্নেয়গিরির জন্য খুব সহজে
নিজেকে নিয়ে বাজি ধরতে পারে সে

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন