মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

ঠাকুরদাস চট্টোপাধ্যায়-এর কবিতা

কোথায় গো কথকঠাকুর 

কতো ছলাকলা, কতো চাতুরি, কতোই না বেদনা বিঁধে বিঁধে ফাঁকা বুক চেপে বসে আছি। দূরে বৃষ্টি নেমেছে। কথারা ভিজতে ভিজতেও সহজ হতে শিখলো না। যতটা নদী শিখেছে, যতটা বাতাস শিখেছে। খন্ডতা ব্যক্তিবিশেষকে একটি ঘরের মধ্যে বসিয়ে রাখছে। আমি প্রশ্নাতীত বেদনার্ত। তোমরা কেউ কারোর সুখ-দুঃখে অংশীদার হতে শেখনি

যা অসম্ভব তাই আমাদের ভয়। আমার কথায় আমি আগুন জ্বালি, নিবিয়েও দিই। বিচ্ছিন্ন একটা দ্বীপে পৌঁছে দেখি, শব্দের ভেতর একটা শব্দও নেই যে তোমাকে কথকঠাকুর খুঁজে দেবে

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন