মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

নূর মহম্মদ-এর কবিতা

অমিত্র দিন যায়

কোথাও বন্ধুই নেই যেন আমার কেউ

বন্ধুত্বহীন কেটে যায় দিন প্রতিদিন যত

শুভ আলাপেরই সময় কাটে প্রতিক্ষণ 

শত নিয়মতান্ত্রিক কথোপকথন শুধুই

শুভ কামনা শুভ যাত্রা শুভ হোক চলা

শুভেচ্ছা বিনিময় করি অজস্র অজস্রবার

কিছুতেই যেতে পারি না গভীরে গহীনে

শুধুই পরিচিতি সমগ্র পৃথিবী জুড়ে ছড়ানো

আপনার জন কেউ নেই প্রিয়তম মানুষ

চলেছে জীবন এক অচিন পথিকের মতো 

মিত্রহীনই মনে হয় এমনই অনুভূতি

হয়তোবা সময়ের ছাপ যুগের ছবিই দেখি

অন্তরের অন্তঃস্থল অজানাই থেকে যায়

পারি না ডুবে যেতে নিবিড় সম্পর্কে হায়

কেন এই মনে নেই কোন প্রিয়তা অসীম

জীবন চলেছে এখন বুঝি মহাশূন্যতার শূন্যপ্রহরে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন