মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সুব্রত সোম-এর কবিতা

অন্ধকারের আলো

এখন একটু একা থাকতে চাও।
স্বপ্নগুলোকে কাগজে মুড়ে সরিয়ে রাখো একটু। কি চেয়েছো কি পাওনি এখন থাক। 
একটু দূর থেকেই নাহয় দেখো এখন। 
এই যে ফেলে ছড়িয়ে চলে আসা। 
ঘরের পাশে মরুভূমি মাথার উপর জ্যোৎস্না। 
কি মমতায় সাজিয়ে ছিলে সব। 
এগুলোকে একটু দূরে রাখো এখন। 
থাক নাহয় অশান্ত অগ্নির কথা। 
দিন বদলের কথা। 

চেয়ারটা একটু টেনে বরং বারান্দায় বসো। 
দূরে রাস্তার আলোগুলো দেখেছো। 
সাজানো আলো। 
কেমন সাপের মতো জরিয়ে আছে দেখো।
আলোগুলোর ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছো অন্ধকার। 
চোখ ঝাপসা হয়ে আসছে না?

তবে এবার কোলের উপর বিছিয়ে নাও 
স্বপ্নের মোড়কগুলো। 
একটা একটা করে স্বপ্ন বের করো 
আর ডুবিয়ে দাও এই পরিকল্পিত অন্ধকারে। 

যতক্ষন আরও একটা নতুন ভোর না আসে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন