রঙিন মাছের রূপচর্চা
জামার বোতামগুলো নীচ থেকে
উপরে উঠছে, নাকি উপর থেকে নীচে নামছে,
এমন ভোঁতা কৌতূহল নিয়ে কখনোই
জেব্রাক্রসিং বিষয়ে জিরাফের ধারণা জানা
যাবে না, তবে এক-গ্লাস ইতিহাস পান করার
পর যখন আকাশে লিরিক্যাল চাঁদ ওঠে,
তখন অনেকগুলো দার্শনিক জানালা খুলে
যায়, আর বৃশ্চিকরাশির মেয়েরা ইডিপাসের
জুতোর শব্দ শুনে আলেকজান্ডারের নাম
জপ করে, তারই মধ্যে জলের ওপর অসংখ্য
বুদবুদ ঘুম আর জাগরণের ভিতর হারিয়ে
যাওয়া, একটি অবলুপ্ত অ্যাকোরিয়ামের
সন্ধান করে, যার সামনে বসে কিশোরী
আঁতোনেয়াত রঙিন মাছের রূপচর্চা
দেখতেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন