আশ্রয়
কারো কারো কোন ঠিকানা থাকে না
থাকে না কোন বাঁধন
যেমন বাতাস কোথা থেকে
কোথায় যে যায়!
আকাশের মেঘগুলি বাতাসের ছোঁয়ায়
আপ্লুত হতে হতে
বৃষ্টি হয়ে ঝরে পড়ে।
কিংবা নদীর জল নিষেধ মানে না
বাঁধনছাড়া
সমুদ্রের জানালা হাত বাড়িয়ে ডাকে।
আমাকে কি কেউ ডাকবে এখন?
আমি বাঁধনমুক্ত
ঠিকানা হারিয়ে গেলে
কবিতা যদি আশ্রয় দেয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন