সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

দুর্গাদাস মিদ্যা

 


ভবিতব্য 

জাগতিক দুঃখ যত জগদ্দল পাথরের মতো

বুকে চেপে বসে আছে

বয়ে নিয়ে বেড়াতে হয়

ভারবাহী পশুর মতো। 

দিনগত কাজ আর অকাজ যত চাপ দেয়

খুবলে খুবলে তুলে নেয় জীবন-জৌলুস। 

আফসোস বাড়ে বোঝা যায়

তবু নিরূপায়। তারপর একদিন

নির্জীব নিস্তেজ হয়ে

চলে যেতে হয় শেষ ঠিকানায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন