শর্তহীন আহ্বান
ভালো লাগে শর্তহীন আহ্বান
তবে স্বত্বহীন নয়
যা কিছু পরোক্ষ তা সত্তাহীন বলেই
অপরোক্ষ নদীর স্রোত
অনুদিত জীবন প্রবাহে।
ভালো লাগে প্রকৃত প্রকৃতি আর
কৃতি ও কৃতীর সমন্বয়
প্রকৃতি শর্তহীন হলে সেই স্বত্বে
প্রণোদিত পাঠ্যসূচি অতি দ্রুত
দ্রবীভূত দ্বিতীয় সত্তায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন