বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

মৌসুমী মণ্ডল দেবনাথ -এর কবিতা


 অমল হৃদয় 

বিষ মাখানো তীরটি আগে কে ছুঁড়েছিল জানি না...

শুধু যখন অযোধ্যা পাহাড়ের চূড়ো

না ছুঁয়ে উড়ে যায় কৃষ্ণমেঘের দল

তখন আলো আঁধারে ছিন্নভিন্ন হয়েছিল

শিশুদের আকাশ আকাশ দেহরা।



তাদের কোমল আত্মারা ফুলের মেরুরেখা



পার হয়ে চলে গিয়েছিল



বহুদূর দূরান্তে বৃষ্টির খোঁজে...



সমুদ্রের অশান্ত বাহু ছুঁয়ে যে গভীর মৃৎপাত্রে



রাখা হয়েছিল কিশোরীদের অবুঝ কাঞ্চন নেশা,



তারাও বাতাসের মতো ফিসফিসিয়ে বলেছিল



এবার তবে ছুটি দাও ঝড়কে...



আর ফলিও না পাখি হারানোর দিন



টাওয়ারে টাওয়ারে।



পেন্সিলবক্সে তুলে রাখা সঘন বৃষ্টি

কাগজের নৌকো হাতে এসেছে যে শিশু



তার ঠোঁটে বেঁধে রেখো দোয়েলের ভাষা।



তোমাদের যুদ্ধ যুদ্ধ খেলা শেষে



মানুষেরই হৃদয়ের অমল ভাবটি তারে দিও...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন