বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

রাজীব চৌধুরী-র কবিতা


 অন্ধকার

অন্ধকার তুমি আমার শৈশব

চোখের কাজল

সজল নেত্রে করুণ, ডুকরে ডুকরে ওঠা

বুক ফাটা জল

 

 ক্ষীণ  আলো, মৃদু

জড়িয়ে ধরা আত্মছায়া

নিজেকে ভাঙলে যেটুকু

 দয়া আর মায়া, পড়ে থাকে

 

গড়তে গড়তে, ভেঙে ভেঙে পড়ে

তারাখসা,আর  ভাঙা যায় না

অন্ধকার, তুমি আমার নীরব

জেগে বসা

 

আজন্মকালের,সেই আড়াল

আগুন-সাধনা

 

২টি মন্তব্য: