বিকেল গড়িয়ে গেলে
১.
বিকেলের গায়ে এক ঘরবাঁধা আফসোস থাকে
হাজার শালিকের জোকার পেরিয়ে
চোখ খুঁটে নেয় এক পাগলকে
ওখানে আকাশ সিঁদুর পরে হাততালি দেয়
সূর্যাস্ত টুপ হয় অন্ধ মেয়ের কুলুঙ্গিতে
২.
নির্জনতা সন্ধ্যার প্রিয় নাম
সুরের আঙুল ছুঁয়ে মায়াবী প্রদীপ
কেঁদে আগুন লাগায় এক বেহালা
নেশা ধরে গেলে লেখার টেবিল
বিলের গভীর দেশে খোঁজে মাছের চোখ
আর ক্রমশ আঁশগন্ধ উসকে
ঝিঁঝিঁদের সহবাস ও শীৎকার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন