যদ্দুর মনে পড়ে ততোদূর তুমি
এ-ই আছো, এ-ই নাই
থাকা না-থাকায় এই প্রত্যয় গড়ে, ভাঙে
সমূহ-লীঢ়
কতকিছু উজবুক
কতকিছু লীন।
প্রেমবতী গৌতম কী'সে!
যদ্দূর মনে পড়ে ততোদূর তুমি।
নিক্তিরাত, শহুরে কাঁপে হিমকর।
এ'তো এ'তো মরু, এ'তো এ'তো হরিণের ভীড়,
ভেসে ওঠে যেন 'মা ফাতেমা'র গোর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন