অমেয় বিষাদ
রাতের আকাশ থেকে ছায়া নামে ঘুম
গাঢ় শোক ঘিরে রাখে সমস্ত আঙিনা
মানব-মানবী ক্লান্ত মুহ্যমান দিশা
সবখানে পরিত্যক্ত সভ্যতার আঁশ
বেহদিশ রাস্তা শুধু চলেছে সম্মুখে
খনন পর্বের পর সঞ্চিত উত্তাপ
প্রবাহিত সহিষ্ণুতা অদেখা অক্ষর
শব্দচিত্র এঁকে রাখে স্থির সমাহিত।
এই যে নিঃশব্দ রাত নিষ্পলক তারা
রহস্যমাখানো গূঢ় সংকেত ভাসে,
অপার্থিব মায়া জাগে, চরাচর ঝুপ
এলিয়নসদৃশ কায়া ভীষণ সন্ত্রস্ত;
অমোঘ ভ্রান্তি নিয়েই অমেয় বিষাদ
আমাদের ঘিরে থাকে সব অবসাদ।
সুন্দর সংখ্যা হয়েছে। আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন জানাই সম্পাদক মহাশয়াকে 🙏🌈
উত্তরমুছুন