ঘামে ভেজা উপুড়চুপুড় শরীর
সে তো আমার ,ঘামের গন্ধ নিতে
কেন সংশয়? উদাসীন ইশারায়
নিকটও চলে যায় দূরে বহুদূরে
বুঝি এই সব মায়া ছলনা
ক্ষোভে দু:খে জাগে অভিমান
রাখো তার পিঠে প্রসারিত হাত
বাজুক,বেজে উঠুক ঠাকুরের গান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন