ভূতের বাড়ি
ভূতে বিশ্বাস নেই
তবু কখনো কখনো ভূতের বাড়ির
ভাগ-বাটোয়ারা করতে আসে মানুষ
চক-খড়ি দিয়ে দাগ টানার মতো
সীমারেখা টেনে দিয়ে বলে -
'এইটে আমার, এইটে তোমার '
ওপর থেকে ভূতেরা তখন খিলখিল করে হাসে
নাকি সুরে প্রতিধ্বনিত, ব্যঙ্গ করে বলে
' এইটে আমার, এইটে তোমার..'
মাটির সব দাগ মুছে দিয়ে যায়
নিজের সীমানা খুঁজতে নাস্তানাবুদ হয় মানুষ
ভিত খুঁড়তে গিয়ে উঠে আসে কঙ্কাল
জল্পনা, কল্পনা,ষড়যন্ত্র, রাজনীতি তুঙ্গে ওঠে
মানুষ তবু মিলন দেখাতে ছাড়ে না
বুকে ভয়, মুখে মিলন
মিডিয়া এবং দেশবাসীকে দেখাতে
সবপক্ষ মিলে উঠোনে মাঝে মাঝে মিউজিক্যাল চেয়ার হয়
ভূতেরা গান করে, মানুষ ঘুরে বেড়ায়
গান বন্ধ হয়,সবাই এসে সিটে বসে পড়ে
কারণ যে একটি করে চেয়ার মানুষ সড়িয়ে রাখে
ভূতেরা প্রথম দিকে এসে রেখে দিয়ে যায়
ফলে কারো গদি কম পড়ে না
কারো ক্ষমতা কম পড়ে না
মিডিয়ার চোখে সবাই ধন্য হয়
ভূতেরা গান করে, মানুষ ঘুরে বেড়ায়
এবার উল্টো হয়, চেয়ারের বদলে
ভূতেরা একজন করে মানুষ তুলে নিয়ে যায়
গান বন্ধ হয়, গদি কম পড়ে না
আবার খেলার নেশাও যায় না
হারিয়ে যাওয়া মানুষের জন্য মানুষের দুঃখ হয় না
ভূতেদের দুঃখ হয়, তাই তারা মানুষ তুলে নেওয়া বন্ধ করে দেয়
মানুষের লোভ ক্রমশ বাড়িয়ে দিয়ে
একসময় সব চেয়ার সড়িয়ে নিয়ে যায়
ভূতেরা গান করতে থাকে
আর মানুষ পাগলের মতো হন্যে হয়ে নেশাগ্রস্ত
শুধু গোল গোল ঘুরে বেড়ায়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন