মঙ্গলবার, ১ জুন, ২০২১

বিষ্ণু সরকার-এর কবিতা


 মায়াবৃক্ষ

 সেটাই তো সত্য

এই নিঝুম দুপুরে

একা একা হেঁটে চলা

কিংবা গাছের ছায়ায়

নিদারুণ আশ্রয় !

 

আর কত বৃক্ষ চেনাবে ?

আর কত ছায়া,

সময় গড়িয়ে রাজপথে

এখন শুধুই ধুলোবালি ওড়াউড়ি

এখন আমাদের যাপন

এই ধুলোর মতন

এই দগ্ধ দিন, বৃষ্টিহীন বেলা

এই পরিযায়ী বৃক্ষ

আর কত চাও ছায়া !

 

এটাই তো সত্যি

আমাদের চারপাশ

ক্রমশ ফুরিয়ে আসা সময়

এখন শুধুই গাছ খোঁজে

মস্ত বড় গাছ

কোমল বাতাস

আর একটু জিরিয়ে নিতে।

২টি মন্তব্য: