মঙ্গলবার, ১ জুন, ২০২১

হামিদুল ইসলাম-এর কবিতা

 ছায়া

                           
জলের উপর ছায়া ফেলি প্রতিদিন 
ডুবে যাচ্ছে জীবন বোধ
ছায়ারা বরাবর শব্দ হয়ে উঠে আসে  
স্বপ্ন মাখে বিনিদ্র রাত ।।

নদীকে সাজিয়ে রাখি আপন হাতে 
চেতনায় ভাস্বর সূর্য
চোখের জলে রোজ স্মৃতিগুলো ভাসাই 
মৃত‍্যু ভাসে শরীরী ছায়ায় ।।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন