তবু তুমি বলবে
বায়বীয় স্বপ্নের বাতায়ন ছুঁয়ে
দৃশ্যমান হয়ে ওঠে অন্তর বেদনা
সংযত হওয়া সহজ নয় জেনেও
এই অশ্রু বর্ষণ। বিপদের পথে
চলাচল যাদের তারা জানে কীভাবে
বিপন্নতা বাড়ে কর্দমাক্ত পথ চলা।
দুচোখ খোলা রেখেও ভেসে যাই
অনিশ্চিতের ঘুর্ণাবর্তে। তবু তুমি
বলবেপৃথিবীতে এখনও বাঁচা যায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন