মঙ্গলবার, ১ জুন, ২০২১

মাজরুল ইসলাম-এর কবিতা


 কবি শঙ্খ ঘোষ স্মরণে

ভোরের সত্যাশ্রয়ী রাস্তা ধরে এসে

আপনি মনের কথা
শোনালেন কানে কানে।

কোনো মানুষ যখন একটু খ্যাতি অর্জন করে
তখন সে আর মানুষ থাকে না
কিন্তু আপনি এ সবের ঊর্দ্ধে
বিড়াল তপস্বী নখের বিরুদ্ধে
আপনার কণ্ঠে ছিল আবেগঘন বার্তা
স্ট্যাটাস খুঁজে পাই
আপনি আদর্শ চ্যুতহীন এক বার্তাবাহক।

করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিল
সত্যপ্রিয় কবিকে
এই মৃত্যু অদৃশ্য মাত্র। বরং
আপনার কাব্যে গোলাপি সুগন্ধি ধরা থাকবে শাশ্বতকাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন