মঙ্গলবার, ১ জুন, ২০২১

রবীন বসু-র কবিতা


 ব্যথার অরণ্যে সবুজ জ্যোৎস্না

ব্যথার অরণ্যে এইমাত্র সবুজ জ্যোৎস্না বিগলিত হাসল

সেই হাসি অরণ্য গভীর থেকে জ্যোৎস্না ছুঁয়ে

মৃতনদীর পাড়ে পা মুড়ে বসতেই

আকুলকান্নার মত মনখারাপ জেগে উঠল;

যতবেশি হারানোদিনের দিকে চেয়ে থাকে নদী

দীর্ঘশ্বাস বয়ে যায় স্রোতহীন, বন্দর গঞ্জ ঘাট

লোকালয় পেরিয়ে রহস্য সুদূরে যায়

আবর্তিত শোকগাথা তার গায়ে ধ্বংসস্তূপ লেপে থাকে

প্রাচীন চিহ্নরা সব ফিসফিস হিসহিসে গলায়

রয়ানি গাইছে খুব জলহীন গাঙুড়ের মনসামঙ্গল।


সব দুঃখ সব শোক কালের প্রান্তর ধরে হাঁটে

ব্যথার অরণ্যে তবু জেগে ওঠে জ্যোৎস্না

জীবন পান করে নীলমদ, সহর্ষবিশ্রাম চায় 

সংক্রমণ-আক্রান্ত দিন, সতর্কযাত্রার এই অভিনিবেশ

সভ্যতার রঙিন পাথরসমন্বিত একুরিয়ামে ভাসে।

 

1 টি মন্তব্য: