একমাথা অন্ধকার নিয়ে বসে আছো আলোর সন্ধানে
মাটি আঁকড়ে তোমার মুখ,সূর্যমুখীর কান্না মনে করিয়ে দেয়
ছোট্ট একটা বাড়ি, ঘুলঘুলিতে খড় এনে বাসা বেঁধেছে পাখি
ঘুরন্ত পাখার ডানা দেখা যায় না
তীর্যক রোদের গমন পথে উড়ে বেড়ায় অসংখ্য ধূলিকণা
দারুণ!
দারুণ!
উত্তরমুছুন