শনিবার, ১ মে, ২০২১

রজতকান্তি সিংহচৌধুরী-র কবিতা


ফুলন্ত ঘাসের মাঠে 

ফুলন্ত ঘাসের মাঠে সে হেঁটে আসছিল 

চলন্ত গোড়ালি ঘিরে প্রজাপতি, মৌমাছিরা ওড়ে


তাকে চলে যেতেও দেখলাম 

জ্বলন্ত সমুদ্র ফোঁসে ফেনা-ওঠা যন্ত্রণার ঘোরে


বোবা কোকিলের কান্না ভোরের আকাশ ভরে দিল

সে গিয়েছে পাহাড়তলিতে


জীবন্ত জোনাকি জ্বলে-নেভে

তার ঠোঁটে ঠোঁটের চুমুটুকু আধফোটা  ভোরের ললিতে।

 

 

1 টি মন্তব্য: