সৃষ্টি থেকে নির্বাণ
ফুটন্ত চক্ষুকমল
অমল দৃষ্টিতে চেয়ে ছিল; যেন চেয়ে দেখি আরও —
চেয়েছিল, তারপর নিজেরই চোখের লজ্জাভারও
হয়ে উঠল কালো কাজল।
বসন্তবাতাস এসে ছুঁয়ে গেল রাতে
সাক্ষাত দক্ষিণ হাতে
দক্ষিণ জানলা ঢাকা পর্দাকে সরিয়ে,
পদ্মের দুরন্ত স্বপ্ন পড়ে গেল মেঝেতে গড়িয়ে।
যোগনিদ্রাচ্যুত চোখে
ঝোঁকে দৃষ্টি,নাভিপদ্ম-মৃণালের গর্ভস্থিত মুখে
চতুর্মুখ সৃষ্টি হয়; অপার ব্যাপ্তির মৌনে ঢুকে
মুছে দেয় কাজল-কালোকে।
হৃদিপদ্মকোরকের ফোটার সময়ে
সত্তা ও সত্ত্বে অন্বয়ে
প্রজ্ঞাপারমিতা স্পর্শ করে শিরোপরে ,
তারা থেকে নির্বাণের আলো এসে পদ্মনেত্রে পড়ে।
সুন্দর অনুভব।
উত্তরমুছুনখুব সুন্দর।
উত্তরমুছুন