সোমবার, ১ আগস্ট, ২০২২

রূপায়ণ ঘোষ-এর কবিতা

স্বপ্ন ও চারণপর্বের কবিতা

বাক্ নেইশব্দ নেই। কয়েকটি চিত্রের যাতায়াত এক অশরীর চেতনায় জমা হয়।রাত্রি বেড়ে ওঠেবাতাসের মৌতাত শুরু হয়। ভ্রমর আসেতার দেহে মন্ত্রের গুনগুনানি। ধ্বনিময়।স্বপ্নের বিবরণ এঁকে দেয় সময়ের সুচারু ডানা... 

স্তব্ধতার সামনে বসে থাকিবিজন অরণ্য জুড়ে হেমন্তের সূর্যাস্ত নামে। পাখিদের গান থেমে যায়।সমস্ত জীবের ভিতর পুরনো নীরবতা।আলো জ্বলেঅসংখ্য জোনাকির নীচে জলাশয়আমার বিম্বের গায়ে ফুটে থাকে বেদনার গাঢ় নিরঞ্জন... এই 

উপত্যকা ধরে যতদূর হেঁটে গেলে নদী পাওয়া যাবেআমি ততদূর হাঁটব না। নিজস্ব তরঙ্গ পথে ফুটে উঠছে জল।বায়ু। ভূমি।পৃথিবীর অনন্ত চঞ্চলতা ঘাঁটা শেষে মন্থনকে রূপ দিচ্ছি সহিষ্ণুতার। শরীর সমুদ্র হচ্ছেসমস্ত মুহূর্তেরা মাছ... 

 

1 টি মন্তব্য: