সোমবার, ১ আগস্ট, ২০২২

দুর্গাদাস মিদ্যা-র কবিতা

 

অপসৃয়মান

গোপন স্বপ্নের মতো ফেলে আসা সময় 

বসে আছো তুমি দুচোখে আমার। 

সন্তান সন্ততি যেভাবে উঠোনে খেলা

করেছিল একদিন  হাত বাড়িয়ে ধরতে

গিয়ে দেখি এখন তারা কোথায় হারিয়ে

গেছে সময়ান্তরে। 

বাসনার জাল ফেলে যতবার টানি

ততবার গভীর শূন্যতা উঠে আসে জালে। 

কালে কালে তাই হয় 

সময় চলে যায় পড়ে থাকে অতীত সময়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন