সান্ধ্য কিচিরমিচির থেমে গেছে, ঘুমিয়ে পড়েছে সব পাখি ...
বৃক্ষের দৃষ্টিতে বৃক্ষ দেখে নিচ্ছে ––– সবাই ফিরেছে কি না
শীতের কুয়াশা নাকি পৌঁছে গেছে এই কলোনির
উদাসীন বাঁকে
চির-রহস্যময় এমত কুয়াশায় পাখিদের
নিজেকে হারানোর ভয় থেকেই যায়, বৃক্ষ জানে
কোনও ডালেই সদ্য বয়ঃসন্ধি পেরোনো সোনালিডানাকে তো
দেখা যাচ্ছে না ––– সে কি তবে পথ ভুলেছে
ফিরতে পারেনি, নাকি ফিরতে চায়নি
রোমাঞ্চকর নবীন কুয়াশার টানে বিদিশায়
উড়ে গেছে, উৎফুল্ল ডানায়
মধ্যরাত্রি ... বৃক্ষ নিদ্রাহীন
ঘরের ভেতর ঘরে ক্রমশ অস্থির বিনিদ্র অবিনবাবু
আত্মজা ফেরেনি এখনও, জানা যাচ্ছে
তার অনির্ণেয় অবস্থান, অশনিসংকেতপ্রায় –––
পরিষেবা সীমার ওপারে, নট রিচেবল অচিন বাহির-কুয়াশায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন