সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

সুবীর সরকার-এর কবিতা

ক্যানভাস
জলে ডুবে যাওয়া মরা নদীর চর।
কিভাবে খুঁজবো বুনো মহিষের শিং
কোথাও কোন পালতোলা নৌকা নেই
পাটক্ষেতের আড়ালে সরে যাচ্ছে পাখিরা
বানবন্যার দিন।
বৃষ্টির জল ডিঙিয়ে হেঁটে আসছেন 
                                              আততায়ী
দূরে কোথাও আগুন জ্বলে উঠলে
ক্যানভাসে আঁকা হয় একটা দুঃখকষ্টের
                                            পৃথিবী।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন