সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

শুদ্ধেন্দু চক্রবর্তী-র কবিতা

সাত সামুরাইয়ের সেটে

পচন দেখতে দেখতে এখন পুরো দৃষ্টিভঙ্গিটাই পচে গেছে ভিতর ভিতর।
চারপাশে ক্ষুদে ক্ষুদে সুস্থ মোমবাতিগুলো আপ্রাণ মাদক খুঁজছে
মাদকের ভিতরে আরও মাদক, গলতে চাওয়া পচতে চাওয়া মাদক
কারণ পচে যাওয়া ছাড়া এই মুহূর্তে আর কোনও উপায় নেই আমাদের
চারপাশে সহনশীল দুর্গন্ধের ভিতর যে দু একটি শ্বেত শুভ্র পদ্ম ফুটেছিল
পরম যত্নে তাদের সোনালি রেকাবিতে রেখে অর্পণ করা হল
দেবদেবীর পবিত্র চরণে

দেবতাদের পচন নেই।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন