কেউ আসেনা তবু বিকেলটা প্রত্যাশী হয়
চুল বাঁধে, পোশাক বদল করে,
সেঁকা চা পাতা, চানাচুর, চিজ বিস্কুুটের আয়োজনে ব্যস্ত হয়।
হঠাৎ রোদে উদ্ভাসিত নীল মেঘের ক্যানভাসে
বিদ্যুতের তারে স্থির লাল ফড়িং
হাতের ফোনে দ্রুত ক্লিকের পর আর কাজ থাকে না।
সন্ধে হলে জ্বর আসে
থার্মোমটারের অস্ফুট প্রলাপ শুরু হয়,
জলপটি থেকে ঝরে পড়ে শুকনো বকুল আর চিঠির লাইন।
এভাবেই ফ্লাশ ব্যাকে চলে যায় অচিহ্নিত রাতের জানালা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন