সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

দুর্গাদাস মিদ্যা-র কবিতা

দ্বান্দ্বিক মায়া

মন থেকে মনান্তরে যেতে বেশ কয়েকটি বাঁক

থাক থাক সাজানো থাকে মনে। রূপিতন 

চিড়িতন ইস্কাপনে যতই ঘেঁষাঘেঁষি বা মেশামেশি 

থাক কখন যে দুস্তর ফাঁক তৈরি হয় কে জানে

এই সব কথা ভাবতে ভাবতে ভুলে যাই ঘর

স্বজন, আত্মপর। 

একদিন মনে হোত যাকে ছাড়া বাঁচা সম্ভব নয়

সেও বিরক্তির কারণ হয় সময়ের চতুর খেলায়। 


ভালো মন্দ হাজার দ্বন্দ্ব থাকে মনে

তারই প্রকাশ ঘটে আমাদের আচরণে

প্রিয় যে জন সে অপ্রিয় হয়ে যায়

চেনা, অচেনা স্বপ্নের দ্বান্দ্বিক মায়ায়।  

1 টি মন্তব্য: