সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

বিদিশা সরকার-এর কবিতা

জীবনমুখী

শব্দ থেকে শব্দান্তরিত

অপঘাতের আর্তনাদ শুনে ত্রান শিবির থেকে বেরিয়ে এসেছিল রাত্রি

কান্নার প্রতিধ্বনি থামিয়ে দিয়েছিল দ্বিতীয় সেতু'র আদান প্রদান

লজ্জাবস্ত্রের হুঁশ ছিল না রাত ন'টা পঁয়ত্রিশে

 

মঙ্গলসূত্র পীচ রাস্তায়

নুড়িগুলো বিঁধেছিল পাঁজরের শব্দ যন্ত্রণায়

আকাশ নিভিয়ে দিল আয়োজন

কুয়াশার ক্ষনিক সৌজন্যে

 

অ্যান্টেনা ছিঁড়ে গেলে শামুক জীবনে

আন্দাজের পরিক্রমা

মৃত মানুষের মুখ

হিম স্পর্শ শব্দ দমচাপা

 

সুরক্ষিত হেলমেট, লাইসেন্স

দরকার পড়েনি

অথবা বয়ান

শব্দ নিঃশব্দ হলে

আবার সিগন্যাল জ্বলে

শহর জীবনমুখী সুমনের গান!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন