সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

গোলাম রসুল-এর কবিতা

কতদূর

আমরা বেঁচে আছি মেঘে

নক্ষত্রের মেঘ
এখান থেকে সমুদ্র কতদূর

একটি লিরিক্যাল নদী তুলে নিয়ে এসে ভেসে যাই
আঙুল কেটে নদীতে জোয়ার নিয়ে আসি
আমার রক্ত গিয়ে আগেই সমুদ্রকে জানিয়ে দিক কিছু একটা

এখন আমরা সমুদ্রের ধারে
দূরে ভাসছে রাশি রাশি কাঠ
একসময় ওই কাঠের সাঁকোর ওধারে আমাদের বাড়ি ঘর ছিল

ক্রমাগত বাতাস টেনে নিয়ে যাচ্ছে বাতাস
আর কাহিল হয়ে পড়ছে নিচের দিকটা

আমরা দেখছিলাম কেবল একটি সাদা রং ডুবে যাচ্ছে আর একটা সাদা রঙে

শব্দ হচ্ছিল
কিন্তু শব্দগুলোয় কোনো উত্তর ছিল না আমাদের প্রশ্নের

 

২টি মন্তব্য: