সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

অধীরকৃষ্ণ মণ্ডল-এর কবিতা

চেনা অচেনার ভিড়ে

 

লাটিস হাতে বালকটির শিশু-ঘুড়িটা

কেবল উড়তে শিখেছে পাখনা মেলে।

আকাশ যতটা পাখি চেনে সহজে

ঠিক ততটা ঘুড়ির সঙ্গে আলাপ।

আকাশ হয়তো বোঝে এসব কথা –––

তাদের পরিচয়টা অনেকটা জ্যামিতিক নিয়মে।

এভাবেই ঘুড়িটার আত্মমহিমা প্রকাশ

এভাবেই পাখিরও কত স্বহৃদয়তাবোধ।

ঘুড়ির অধিকার হরণ করেছে যারা

তাদের প্রচেষ্টা ফাঁস হয়ে যায় একদিন।

পাখির স্বাধীনতা কেউ হরণ করলে

অমনি আকাশের ক্রোধে মেঘ জমে ওঠে।

একদিন সব বন্ধন ছিঁড়ে ঘুড়ি চাইলো ক্রমমুক্তি

হঠাৎ তার ছিন্নমুন্ডু ঝুলতে থাকে মগডালে!

সেই ঝুলন্ত মুন্ডুপাত দেখে আকাশ কি

সত্যই সনাক্ত করতে পেরেছিল তাকে?

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন