মনখারাপের মতো নরম হয়ে আসছে বিকেল
তার ঠিক পাশেই আমার ঘর
ঘরের চুরমার দরজা, বিক্ষিপ্ত জানালা
এখান থেকে পাখিদের ঠোঁটে ঠোঁটে কথা দেখা যায়
শোনা যায় তাদের চোখের মর্মরতা
একটি মৃতপ্রায় রোদের হঠাৎ ঝুঁকে পড়া ...
বিকেলের পায়ের কাছে মরে পড়ে থাকে
কিছু পরে চাঁদ এসে কুড়িয়ে নিয়ে যায় তারে
সন্ধ্যার খোঁপা ভেঙে পড়ে ––– এলানো চুলের রাশি
তার ভেতর থেকে মৃত সেই আলোর দ্যুতি নিয়ে
আকাশে উঠে আসে চাঁদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন