সবহারা
মিঠে সুর উদাস উদাস
কাপুচিনো, কালিম্পং, পুজোর শপিং
যুগলবন্দীতে বহুবার প্রবচন
'কিছু পেতে হলে কিছু হারাতে হয়'।
জঙ্গুলে মেটে আলু, বুনো ইঁদুর
শষ্যহীন আতুড়ে মাঠে ঝরা ধান
খোঁজারুদের মেলায় আনলে ভাবলেশহীন
চোখে, কিছু হারাতে হলে আগে কিছু পেতে হয়।
স্বাগত রঙিন ক্যানভাস।
স্বাগত রঙিন ক্যানভাস।
উত্তরমুছুন