সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

সোনালি বেগম-এর কবিতা

অহম্, ভাসতে থাকে

 

দেহ-মন-নিসর্গ অহম্ ভাবনায় উচ্চকিত

বিতর্কিত এই পথ। প্রকৃতি সংস্কৃতির

ঘেরাটোপে মূলস্রোতের দর্শনে ভাসতে

থাকে নারী। শরীরই ভাগ্যের নিয়ন্ত্রক

এমন ভাবনায় কেউ কেউ আচ্ছন্ন।

পরস্পরকে নির্মাণ অনুভূতি-ভাবনার

           বিনির্মাণ চলতে থাকে।

 

২টি মন্তব্য:

  1. আবদুর রাজ্জাক : বাহ্ ভারি সুন্দর।

    উত্তরমুছুন
  2. সৌমিত্র চক্রবর্তী৩০ সেপ্টেম্বর, ২০২৩ এ ৭:৩৪ AM

    খুব প্রয়োজনীয় ভাবনবৃত্ত। মানুষের আত্মসমীক্ষণের দিক নির্দেশ।

    উত্তরমুছুন