ফ্রেম
ঝলমল আকাশের নীচে
গ্রীষ্মকাল চল্লিশ ডিগ্রি
তাপমাত্রায় –––
গল্ফ খেলায় মশগুল
একদল যুবকযুবতি।
খেলার ধারা ক্রমাগত চলতে থাকে
কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল
জয় পরাজয় হাসি কান্না
রঙিন জিজ্ঞাসা-ফ্রেম
আবদুর রাজ্জাক : সুন্দর কবিতা
জীবনের অনিবার্য চক্র। সুন্দর কবিতা।
ছবির মতো কবিতা
বাহ্ চমৎকার।।সুন্দর ভাবনা।।সুন্দর অনুভূতির প্রকাশ।।প্রিয় কবির জন্য শুভেচ্ছা।।
খুব সুন্দর
ভালো লেখা।
আবদুর রাজ্জাক : সুন্দর কবিতা
উত্তরমুছুনজীবনের অনিবার্য চক্র। সুন্দর কবিতা।
উত্তরমুছুনছবির মতো কবিতা
উত্তরমুছুনবাহ্ চমৎকার।।
উত্তরমুছুনসুন্দর ভাবনা।।
সুন্দর অনুভূতির প্রকাশ।।
প্রিয় কবির জন্য শুভেচ্ছা।।
খুব সুন্দর
উত্তরমুছুনভালো লেখা।
উত্তরমুছুন