আগুনের ভেতর প্রিয় শ্বাসবায়ু কাঁপে!
আত্মা সিঁড়ি। একটি অতি সরল আয়ু
আপনভোলা বালকের মতো লাফাতে লাফাতে
পা ফেলছে ধাপের পর ধাপে...
মুহূর্ত। মিলন।বহন।বেদন এবং অপ্রত্যাশিত কান্না।
এই জন্ম,শুধু সময়ের পাল্লা মাপে...
একাই একার...
অথচ বিশুদ্ধ ছলনা চমৎকার!
কী এনে দেবে মুঠোয়,চাঁদ, চরিত্র, চারপাশ ও চলমান চরাচর!
সবই স্মৃতিছাই দিয়ে লেখা,দেখে নিতে পারো
প্রথম মানুষের অশ্রু-অভিশাপে....
আবদুর রাজ্জাক : বাহ্ সুন্দর একটি কবিতা
উত্তরমুছুন