তুমি তো জানো বলয়কামী মানুষের হাসির পদ্ধতি। বলয় পেরোতে পারলে পদ্ধতি বদলে যায়। সে তখন নিম, সে তখন ওক, চেস্টনাট অথবা কোনো ওয়েসিস মনে হয়। বলয়শীলিত মানুষের মতো আমিও বসন ভূষণ নিয়ে কাটাকুটি খেলি, আর ব্যাপক গল্প বানাই কুকুর বিড়াল ও মাছের যৌনতা সম্পর্কে। বলয় বৃত্তের মানুষের মতো আমিও মশারি খাটাই আর মশারির ভেতরে কখন যে হাজার মশা ঢুকে যায়, বুঝতেও পারি না। কথামতো ভাববাদী যৌনবিহারী হয়ে সঙ্গমে ব্যর্থ আমি ফিজিক্সের বই খুলে সিমন দ্য বোভোয়ার ব্যাখ্যা খুঁজতে থাকি। হঠাৎ স্বপ্নের ভেতরে চিৎকার করে ওঠে আমার ফ্রয়েডিয় আত্মা। বলয়বৃত্তের ভেতরে আমারই হাসি কেবল আমাকেই বিদ্রুপ করে। সত্যিকারের পরাজয়ের মধ্যে দাঁড়িয়ে মিথ্যাকারে হাসি, দাবার ঘুঁটির দিকে তাকিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন