সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

তৃষ্ণা বসাক-এর কবিতা

রাই ও চাঁদ

একটি নদীর ওপারে দাঁড়িয়ে সে,
চির বিরহিণী রাই,
ফুলের মালা বাসি হয়ে গেল,
খোঁপা থেকে খসে পড়ল বকুল ফুল,
কানের নাগকেশর খসে পড়ল,
রবি ঠাকুর হে,
তুমি কেন অমন করে আঁকলে তাকে?
 

মৃত ভ্রূণের ইঁদারার সামনে
অমন স্তব্ধ হয়ে দাঁড়ালে কেন দ্বিতীয়ার চাঁদ?
তুমি দেখতে চাইলে জলে তোমার ছায়া পড়ে কিনা?
এত নার্সিসিস্ট তুমি!
সরসীর আরশিতে কেবল নিজেকে খুঁজে বেড়াও!
এই নদীতে জল নেই, এই ইঁদারা কন্যা ভ্রূণে পূর্ণ,
সেখানে চাঁদ তুমি নিজের মুখ দেখতে এসো না,
ফিরে যাও।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন