আকাশটা আজ ছবির মতো
কত রঙের মেঘের আনাগোনা
সূর্যও একবার আড়াল থেকে উঁকি মেরে গেল,
মেঘও দেখিয়ে গেল কিছু রঙিন ম্যাজিক।
আষাঢ় শেষ হয়ে আসে
শ্রাবণ সেই সব মেঘে
জল ভরে দেবে এবার।
আজ সকালে দুটো ফিঙে
দোল খেয়ে গেল ক্যাবেলের তারে
হয়তো তারা এসেছিল বৃষ্টির খোঁজে।
অথচ লাল পিঁপড়ের সারি দেখলাম সিঁড়ির পাশে
শ্রাবণ এলেই পিঁপড়েদের শুরু হয় বাসাবদল।
কিছু পাখিও শ্রাবণের নামে ঘুরে বেড়ায়
আকাশে মেঘের ভেতর
আমি তাদের শ্রাবণপাখি বলেই ডাকি।
আমি আজ শুধু বসে আছি শ্রাবণ আসবে বলে।
খুব ভালো লাগলো আপনার কবিতা পড়ে।
উত্তরমুছুন