আড্ডাটা আমাদের জমেছিল বেশ ভালো
আড্ডাটা আমাদের জমেছিল বেশ ভালো
তিনতলার ছাদে চিলেকোঠার ঘরে
একটা নড়বড়ে খাটে পুরনো শরীরটাকে
কায়দা মেরে খেলিয়ে ভাট বকে যাচ্ছিল সমীরণদা
এই শরীরেই নাকি অনেক ভেল্কি খেলিয়েছে কোনোকালে
এই শরীরের কাছেই নাকি আত্মাহুতি দিয়েছে কত বালিকা
আমরা আড্ডা মারছিলাম আমাদের নিজস্ব ভঙ্গিমায়
পুরনো সেই দিনের কথায় উঠে আসছিল চুনীর ড্রিবলিং
থঙ্গরাজের গোলকিপিং
গড়ের মাঠে অশ্বারোহীদের টিকিটের লাইন ম্যানেজিং
ভরা দিনের আলোতে তখনও আকাশে ছিল সাদাচাঁদ
একটা রঙবাজ ঘুড়ি লাট খেতে খেতে চলে যাচ্ছিল বহুদূর
ও কি আর কখনও ফিরে আসবে লাটাইয়ের টানে
সাদাচাঁদ তাকে হাতছানি দিচ্ছিল আয় আয়
সব খেলা ফেলে রেখে এভাবেই হয়তো একদিন
সবাই হারিয়ে যায়
তিনতলার ছাদে চিলেকোঠার ঘরে
নড়বড়ে খাটের বিছানায় শুয়ে
ভাট বকে যাচ্ছিল সমীরণদা
আমাদের আড্ডাটা জমেছিল বেশ ভালো
ঘুড়িটা চলে যাচ্ছিল দূরে আরও দূরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন