সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

তরুণ মুখোপাধ্যায়-এর কবিতা

কবি লোরকা স্মরণে
(স্পেনীয় কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা (১৮৯৮-১৯৩৬)-  ১২৫তম জন্মবর্ষের শ্রদ্ধাঞ্জলি) 

রাতের অন্ধকারে

পায়ে পায়ে ওরা এলো বন্দুক হাতে

            প্রতিবাদী কণ্ঠস্বর রুদ্ধ করে দিতে

তখন গ্রানাদা জুড়ে রাতঘুম; আকাশে

অগাস্টের নির্বাক চাঁদ!

                                 

-               কী চাও তুমি? রাত্রির স্তব্ধতা ভেঙে সেনার

কর্কশ স্বর হেঁকে ওঠে।

-               আমি চাই মানুষ আরো কবিতা পড়ুক;

প্রতিবাদে মুখর হোক।

কবির মুখে স্মিত হাসি, চোখে প্রতিজ্ঞার দ্যুতি;

তখনই ছুটে এলো কয়েকটি নির্লজ্জ উত্তপ্ত বুলেট

কবির বুকে। কবি লুটিয়ে পড়লেন মাটিতে।

রক্ত! রক্ত! কবির রক্তে ভিজে গেলো

গ্রানাদার মাটি, ঘাস!


তখন ভোরের আকাশে সূর্যের কুণ্ঠিত মুখ

কুয়াশা মেঘে ঢাকা।

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন