সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নাসের হোসেন-এর কবিতা

অজানা

 

সবকিছু তোমাকেই দেখতে হবে, অন্য কেউ কখন

এসে করবে সে আশায় বসে থাকা তোমার পক্ষে

শোভা পায় না, একজন মানুষের অসীম ক্ষমতা

যদি তা সুন্দরের পক্ষে হয়, সুন্দরের পক্ষে

যেই থেকেছে মুহূর্তের মধ্যে হাজার-হাজার মানুষ

এসেছে পাশে, হাতে হাত লাগিয়েছে, অর্থাৎ

একজন মানেই অসংখ্য, সুতরাং এসো, হাতে

হাত লাগাও, বিস্তীর্ণ খেত শস্যের রঙে ভরে দাও।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন