সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

কামাল হোসেন-এর কবিতা

ঘড়ি

 

সালার জং মিউজিয়ামের বিখ্যাত ঘড়িটির

সামনে উপস্থিত অসংখ্য দর্শক

চেয়ারে বসার জায়গা না পেয়ে

মাটিতেই বসে পড়েছেন অনেকে

 

সময়ের হৃৎপিণ্ডকে ছুঁয়ে আসা

ধূমায়িত সংগীত খানিক বাদেই

ছড়িয়ে দেবে অজস্র উপমা,

প্রতিশ্রুত গুঞ্জরিত অনন্তকালের বেদনা

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন