সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

মলয় রায়চৌধুরী-র কবিতা


জয় মা ঢপকালী, ছিচরণে ঠাঁই দেও

উৎসর্গ :  কুখ্যাত রানা ডাকাতের নাম থেকে রানাঘাট, ভুবন ডাকাতের নাম থেকে বোলপুরের ভুবনডাঙার মাঠ আর কলকাতার চিতে ডাকাত থেকে আজকের চিৎপুর। 

জেলারের  হাইট নিয়া কথা কওয়া ছাইড়া দিসেন গ্যাঁড়াকাত্তিক।  কয়া যান আট লাখ টাকা ফি চাকরি পরীক্ষায় শ্রীমতী সুচিত্রা সেন ছিলেন প্রচণ্ড গ্ল্যামারের অধিকারিণী ওনার ছবিতে চুমু খেয়ে বের হতাম....একটি সারস্বত সন্ধ্যার বৈভব দুজনকেই 'মিস করি' ইনকাম ট্যাক্সের বাইরে, তোমাকে সেই ভাবে হাসান জুড়ে জান্নাত থাকে… দিনতারিখ মনে নাই গেলো বসসোর যহন মন্ত্রী ট্যাকা খাইসিলো, এখন তো না পালালে শ্মশানে সিট মিলবে না গো ঠাকরুন।  আর জনগণ? ওই যে...  লাফাবে, নাচবে, মারবে, মরবে, ভাড়া খাটবে, তাগো কয়েকজনরে ডাইকা বুঝাইসিলাম, ধরা পইড়া গেলে ছিকেষ্টও লকাপের লাপসি খাইবে কইসিলাম পুরা একটা বসর  এমনেই চালাইবে এই ছায়াযুদ্ধে ধ্বস্তাধ্বস্তি বাদ্দে,বাদ্দিয়া জোচ্চোরের সংসারধর্মে ঢুইকা পড়। জয় মা ঢপকালী ছিচরণে ঠাঁই দেও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন